।। প্রতিদিন বিভাগ।।
।। জুলাই সংখ্যা।।
।। লিমেরিক পর্ব— ৫।।
দীনেশ সরকার-এর লিমেরিক
১.
লক্ষ্মী ঢুকবে ঘরে
বর্ষা আসতেই বদন খুড়ো আহ্লাদে আটখানা
মজা নদী বন্যা হবেই, সবারই তা জানা,
ত্রাণ সামগ্রী আসবে যত
ইধার উধার হবেই তত
লক্ষ্মী ততই ঢুকবে ঘরে করবে কে ভাই মানা!
২.
উদোর পিন্ডি বুধোর ঘাড়ে
উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে বাজিমাৎ
উদোর মাথায় সদাই থাকে কেউকেটাদের হাত,
বুধোর নেই কো কাকা মামা
ধরবে কে তার মাথায় ধামা
নীরবে তাই মেনে নিয়ে চেনায় ভীরুর জাত।
৩.
অপকর্মের নায়ক
জানত না কেউ অপকর্মের নায়ক খগেন খাঁড়া
মুখে ফুটতো ধর্মকথা মনকে দিতো নাড়া,
মিষ্টভাষী থান্ডা মাথা
যেন ধোয়া তুলসী পাতা
পুলিশ এসে ধরলে তবেই জানলো সারা পাড়া।
৪.
মুঠোফোনের রাজ
সবার হাতেই মুঠোফোন যে হায় রে যুগের হাওয়া
মুঠোফোনেই মজে সবাই ভুলে নাওয়া খাওয়া।
হাতের মুঠোয় দুনিয়া আজ
ঘরে বসেই সারছে যে কাজ
যুগের তালে তাল মিলিয়ে জীবন তরী বাওয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন