বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ৬।। বিশ্বেশ্বর রায় -র লিমেরিক।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ৬।।



বিশ্বেশ্বর রায় -র  লিমেরিক 

১.

জীবন 

চিৎপুরে চিৎ হয়ে ফুটপাথে চিত্ত 

ভাবে ধন-দৌলত জীবন অনিত্য।

        যতক্ষন থাকে ঘোরে

        স্বর্গোদ্যানে ঘোরে

হুঁশ ফিরে এলে বোঝে জীবনটা তিক্ত। 

                   

 


২.

পরিনতি


আরে আরে করছো কী ও কালিদাস!

নিজেই নিজের করছো তুমি সর্বনাশ!

     যে ডালটায় আছো বসে

     সে ডালটাই কাটছো শেষে

একটু পরেই পড়বে ভুঁয়ে ধপ্ ধপাস্।

                    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন