শনিবার, ২৬ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ১৮।। কথার খেলাপ —অনির্বাণ কর।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ১৮।।



কথার খেলাপ 

অনির্বাণ কর


তখন সবে খাওয়ার শুরু, মুখে কেক উঠছে রাজার,

অনির মেয়ের জন্মদিনে উনি গেছেন সপরিবার ।

আমায় দেখে বলেন রঙ্গে

বাড়ি ফিরব একসঙ্গে 

অথচ, ডিনার শেষেই বাবু ছেলে বউ নিয়ে পগারপার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন