।। প্রতিদিন বিভাগ।।
।। জুলাই সংখ্যা।।
।। লিমেরিক পর্ব— ১৮।।
কথার খেলাপ
অনির্বাণ কর
তখন সবে খাওয়ার শুরু, মুখে কেক উঠছে রাজার,
অনির মেয়ের জন্মদিনে উনি গেছেন সপরিবার ।
আমায় দেখে বলেন রঙ্গে
বাড়ি ফিরব একসঙ্গে
অথচ, ডিনার শেষেই বাবু ছেলে বউ নিয়ে পগারপার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন