বুধবার, ২৩ জুলাই, ২০২৫

প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ১৭।। জীবন সরখেল -র লিমেরিক।। Ankurisha।। E.Magazine ।। Bengali poem in literature।।



       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ১৭।।




জীবন সরখেল -র  লিমেরিক 


১.

সোস্যাল মানে ভোকাল 


মুখের স্বীকৃতিতে কেবল গলছে নাতো ভাত
লাইক কমেন্ট বেশি রিচে পড়ছে দেখি পাত 
ফলোয়ার্সের সংখ্যা যত
বাড়ছে খাতির তারই তত
সেকেলে দিনমানে সবাই হচ্ছে কুপোকাত!



২.
শরিল-স্টার

রিল মামনি সকাল দুপুর বিকেলে বা রাতে 
স্থানে পোশাকে চমকে নিপুণ তালে সাথে 
দেখি স্টারের গড়াগড়ি 
আবার সঙ্গে কপাল কড়ি
মিথ্যেহাসি ন্যাকাকান্নার চালেই সবে মাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন