রবিবার, ১৩ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ৯।। খুঁজি বাঁচার উপায় — কার্ত্তিক মণ্ডল।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ৯।।



খুঁজি বাঁচার উপায়

  কার্ত্তিক মণ্ডল

কী গরম! কী গরম !ঘরে থাকা দায়
গাছতলে ছুটি আর জল ঢালি গায়
       তবু ঝ'রে যায় ঘাম
       ডাকি সদা রাম নাম
কেউ কি বলতে পার বাঁচার উপায়? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন