শনিবার, ১২ জুলাই, ২০২৫

প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ৮।। ভূতের রাজার বর দেওয়া —তীর্থঙ্কর সুমিত।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ৮।।



ভূতের রাজার বর দেওয়া

তীর্থঙ্কর সুমিত


কথার কথা নয়কো এটা, সত্যিকরের গল্প
ভূতের বাবার শ্রাদ্ধ হলো, সঙ্গে নিয়ে কল্প
মনটা এখন খুশির আঁচে 
তিড়িং বিড়িং শুধুই নাচে
বলল এখন ভূতের রাজা বর দিয়েছে অল্প।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন