রবিবার, ২৯ জুন, ২০২৫

। প্রতিদিন বিভাগ।। ।।জুন সংখ্যা।। ।।বিষয় -' রথযাত্রা'—১১।। শুভ রথযাত্রা — জীবন সরখেল।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


 

 ।।   প্রতিদিন বিভাগ।।

।জুন  সংখ্যা।। 

।বিষয় -' রথযাত্রা'—১১।।



শুভ রথযাত্রা 

জীবন সরখেল


আষাঢ় শুক্লা দ্বিতীয়াতে
এক মহাসংযোগে
জগন্নাথদেব রথেই আসেন 
ভক্ত সহভাগে...
মুক্তিপথের সহজ ধারায় 
দেহ রথের রথী
দুঃখ কষ্ট ঠেলেন দূরে 
ভক্তি রশিই গতি... 
নাম গুণগান তত্ত্ব কথা 
অধ্যাত্ম সারাৎসার
গুপ্ত ব্যঞ্জনার ঠিক অর্থ 
‌বিরাট অপরম্পার!
২০৬ টি পবিত্র কাঠ 
মানব দেহের অস্থি 
ষোলো রিপু নিয়ন্ত্রণেই 
ষোলো কলায় স্বস্তি!
রথযাত্রা উপলক্ষ্যেই
আবার রুজির টানে
মানুষ হন সব একত্রিত 
ভক্তি সামগানে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন