।। প্রতিদিন বিভাগ।।
।। মে সংখ্যা।।
।। প্রতিবাদী কবিতা -৭।।
হে মূর্খের দল
মহিবুর রহমান
সাম্প্রদায়িকতা বোঝে কি কেহ
পিতা, মাতা, ভ্রাতা ও ভগিনী - তারা বোঝে শুধু -
প্রেম, প্রীতি আর ভালোবাসার বাণী।
যত কচকচানি পুরুত ও মৌলবী,
মানুষে তারা ধরে ধরে শেখায়
ধর্মের নামে ধর্মের ভন্ডামী।
মঞ্চে মঞ্চে করে চেঁচামেচি
ওরা হিন্দু, ওরা মুসলিম, ওরা বৌদ্ধ,খ্রিষ্টানি । বোঝে কি ওরা ভারতের বুকে
রবীন্দ্রনাথ আর নজরুলের বাণী! কত মহাপুরুষ হেথা গেয়ে গেছে গান,
গান্ধীজী, নেতাজী, আবুল কালাম আর গফ্ফর খান।
বুদ্ধ, যীশু, রামকৃষ্ণ আর আল্লাহ রসুল ;
ওরা যে ওদেরই বংশ —
বিশ্বে আজি নাহি কেহ আর আমাদের সমতুল। যে যা -ই বলো, শোন ওহে মূর্খের দল
আছে শুধু একতার সম্বল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন