।। প্রতিদিন বিভাগ।।
।। মে সংখ্যা।।
।। প্রতিবাদী কবিতা -১৪।।
শিরদাঁড়াটা দাও না খুঁজে
দীনেশ সরকার
শিরদাঁড়াটা সোজা রেখে বেশ তো ছিলেম সুখে
নামের সাথে বুদ্ধিজীবী ঘুরতো মুখে মুখে।
বিতর্ক আর টক শোতে দিয়েছি কত ভাষণ
বুদ্ধিজীবী হিসেবে যে থাকতো পাকা আসন।
কুবাতাসে কী যে হ’লো চটি চাটতে চাটতে
ভুলেই গেলাম ন্যায়নীতিবোধ, সোজা পথে হাঁটতে।
শিরদাঁড়াটা ন্যুয়ে গেল হলাম অনুগত
ভাতা পেলাম, অর্থ পেলাম, পুরষ্কারও কত।
বন্ধু-স্বজন দূরে গেল, তাকায় বাঁকা চোখে
বুক ফুলিয়ে চলতাম আমি দেখুক পাড়ার লোকে।
চটি চাটতে চাটতে শেষে শিরদাঁড়াটাই হাওয়া
বুঝতে পারি পাড়াপড়শির বিদ্রূপভরা চাওয়া।
মনে আমার সুখ নেই আজ, বুকে বড় ব্যথা
পুত্র-কন্যা ঘেন্না করে, গিন্নির বন্ধ কথা।
হারানো সেই শিরদাঁড়াটা দাও না আমায় খুঁজে
সবার সাথে নামবো পথে, থাকবো না চোখ বুজে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন