সোমবার, ২৬ মে, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। মে সংখ্যা।। ।। প্রতিবাদী কবিতা -১৩।। প্রতিবাদী কবিতারা — গোবিন্দ মোদক।। Ankurisha ।।E.Magazine।। Bengali poem in literature।




    ।। প্রতিদিন বিভাগ।। 

   ।।  মে সংখ্যা।। 

   ।।  প্রতিবাদী কবিতা  -১৩।।



প্রতিবাদী কবিতারা

গোবিন্দ মোদক


প্রতিবাদী কবিতারা

ঘাই মারে বুকেতে –

মুঠো হাত আকাশেতে 

দুঃখে ও সুখেতে।


প্রতিবাদী কবিতারা

কথার-ই আড়ালে – 

প্রতিবাদে, প্রতিরোধে 

পা দু’টিকে বাড়ালে। 


প্রতিবাদী কবিতারা 

কণ্ঠে ও স্মরণে –

যুক্তির বেড়াজাল 

তার্কিক ধরণে।


প্রতিবাদী কবিতারা 

অক্ষরে, ভাষাতে –

ওদেরকে সাথী করে

স্নেহ-ভালোবাসাতে।


প্রতিবাদী কবিতারা

ছুঁয়ে থাকে রোদ্দুর –

রোজ তাই লিখি, পড়ি 

প্রতিবাদী যদ্দুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন