মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। এপ্রিল সংখ্যা।। ।। অণুগল্প (মুক্ত) -২।। বাঘের ডাক — অজিত বাইরী। ।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



    ।। প্রতিদিন বিভাগ।। 

   ।।  এপ্রিল সংখ্যা।। 

   ।।  অণুগল্প  (মুক্ত) -২।।



বাঘের ডাক   

অজিত বাইরী


ফিরছি কামরূপ এক্সপ্রেসে । মালদার কাছে যখন এসেছি, ভোর হয় হয়। হঠাৎ ট্রেনের কামরায় শোনা গেল বিচিত্র পাখির ডাক। বিস্ময় জাগলো, ট্রেনের কামরার ভেতর এমন পাখির ডাক আসছে কোথা থেকে?

হঠাৎ-ই পলক ফিরিয়ে দেখলাম, ট্রেনের কামরার একদিক থেকে এক অর্ধবৃদ্ধ ন্যুব্জ মানুষ পায়ে পায়ে এগিয়ে আসছে। যত কাছে আসছে, ততই  স্পষ্ট হচ্ছে পাখির কোরাস। ভুল ভাঙলো। বুঝলাম, লোকটি হরবোলা।পাখির ডাক ডেকে যাত্রীদের কাছে ভিক্ষে মাগছে ।

খুবই সাধারণ ঘটনা। কিন্তু বিষয়টি জটিল করে তুললো কয়েকটি ছোকরা। চোঁঙা প্যাণ্ট, চোখে গগলস্। লোকটি কাছে আসতে বললো,বাঘের ডাকটা ডেকে একবার শুনিয়ে দিন তো দাদা! রয়েল বেঙ্গল টাইগারের ডাক!

লোকটির চোখ মুখ বদলে গেল। ছোকরাদের ঐ কথায় আঘাত পেয়েছে। তবু বিনীতভাবে বললো,  তিন দিন পেটে দানা পানি পড়েনি; খালি পেটে কী বাঘের ডাক ডাকা যায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন