।। এপ্রিল সংখ্যা।।
।। অণুগল্প (মুক্ত) -১।।
আনন্দ
অমিত কাশ্যপ
-- কাম ইন স্যর
-- অফকোস
-- আজ কী টেনশনে আছেন
-- কোথায় না তো
-- দুটো ফাইলে সইয়ের জায়গায় আনন্দ লিখেছেন
-- কোথায়, দেখি
-- এই যে স্যর
-- ও হো, আজ আনন্দ কেমন করে ভেতরে বসে আছে। হঠাৎ দেখা। তারপর থেকে। ভর পড়া বলতে পার। ছড়িয়ে ছড়িয়ে বিকেল যেমন মাঠে পড়ে। কোথায় কখন কেমন করে আনন্দ ঢুকে পড়বে, জানতেই পারবে না।
নরেন যখন বৈরাগ্য নিয়ে ফিরে এল, ঠাকুর শুধু বললেন, আনন্দ নিয়ে ফিরলি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন