।। প্রতিদিন বিভাগ।।
।। মার্চ সংখ্যা।।
।। বিষয় - বসন্ত ( অণু কবিতা)-১২।।
তন্দ্রা ভট্টাচার্য্য -র অণু কবিতা
১.
একটু একটু করে গোলাপি রং
বাদামী রঙের জীবন আর ক্যাকটাসের পথ এখন একটু একটু গোলাপি আভায় মিশছে।
এখন প্রেমের বিজ্ঞাপন দিলে তোমরা শান্ত হয়ে একটু আরাম খুঁজবে তো?
নাকি ক্রুশবিদ্ধ করবে নরম মনের ইশারাকে?
দিন বড় হয়েছে এখন শীতের জড়তা নেই
এক ঠোঙা বসন্ত ফুরিয়ে যাবে জানি
তবুও প্রগাঢ় অভীপ্সায় তুমি বুঝে নাও কোকিল, চোখগেল পাখিও ডেকে চলেছে।
২.
নীরবতার আশ্রয়
নীরবতার আশ্রয় দেব কোলাহলের রঙ্গমঞ্চে
বিষাদ পাতায় সুখে দুটো ভাত খাবে
এ সংসারে বসন্ত অতি সামান্য
নাহ্ কেউ জানবেনা কোথায় কী চুরি গেল !
বাণিজ্যের অন্বেষণে যে শহর ব্যস্ত,
কী জানি সেই হৃদয়ে কেমন করে
হয় রং মিলান্তি খেলা?
৩.
পলাশের মন
বৃন্ত থেকে পাপড়ি পুরো নিঃশ্ব নয়
একটু পরিচয় লেগে থাকে গোলাপ সুগন্ধ ছড়ায়।
পলাশ, শিমূল টুপটাপ পড়ে
যেভাবে হঠাৎ আর অভাব থাকেনা
আড়াল নয় , সরাসরি চোখ মেলি
শেষ প্রশ্নের ফাঁকে উড়ে গেল পায়রা
এখন বসন্তকাল তোমায় দেখিনা কতকাল !
৪.
আমার গল্পগাছা
আমার "তুমি" বলতে কিছুই নেই
গল্পগাছা ঐ যেমন তেমন
বসন্ত আছে, বেশ বড় রং রং চারিদিক
গভীর নির্জনতার ধূ ধূ বাতাস
এই পৃথিবীতেই সবাই আছি, তবুও বলি পরবাস
৫.
বেফাঁস কথা
একবার বেফাঁস কথা বলে দেখ এই বসন্তে।
যা কিছু উদাস তোমার আকাঙ্খা,
শূন্য ভাষা নিংড়ে নিয়ে বকের পাখায় গান লেখ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন