বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

। । প্রতিদিন বিভাগ।। ।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। বসন্তের চাঁদ - ৪ ।। বসন্তের চাঁদ — জীবন সরখেল।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



। । প্রতিদিন বিভাগ।। 

 ।।  ফেব্রুয়ারি সংখ্যা।। 

  ।। বসন্তের চাঁদ - ৪ ।




বসন্তের চাঁদ

জীবন সরখেল


সুখ-সৌন্দর্য-উদারতার-আলো আজও পারস্পরিক বিশ্বাসের চওড়া উঠোনেই এসে বসে... 
নারীর হাসিতে মিশে থাকা ঝরনার আবেগী মূর্চ্ছনা ও জলতরঙ্গ আবেশ জ্যোৎস্নালোকিত রাত্রির মতো যত ঘন হয় দেবতাদের উপস্থিতিও ততই সুস্পষ্ট হয়ে ওঠে!
একসময়ে এই পৃথিবী গ্রহে ভারতীয় নারীদের সন্তান গ্রহণ-ধারণের ক্ষেত্রে নিজ স্বামীরও বাইরে স্বাধীন চরম সামাজিক ঔদার্য্য স্বীকৃতি উৎকর্ষতার আকাশে নামিয়ে এনেছিল বসন্তের চাঁদ! 
সহজ সরল সম্পর্ক মাধুর্য্যের উত্তাল বাতাসে নেশাগ্রস্ত চাঁদ দিগ্বিদিক জ্ঞান হারিয়ে বাড়ির উঠোনে কখনও আবার ছাতখোলা শতচ্ছিন্ন ঘরেও নিঃশব্দে এসে বসে।
প্রেম-স্নেহ-দয়া-মায়া ভালোবাসার নানা রঙ গ্রীষ্ম,বর্ষা,শরৎ,হেমন্ত ও শীতের বাহ্যিক পরিসীমা ছাড়িয়ে বসন্তের লাল পলাশ-শিমুল-কৃষ্ণচূড়ায় আরও টকটকে ও উজ্জ্বল হয়ে ওঠে....
শৈশব-কৈশোর-বার্ধক্যের তথাকথিত ব্যাস-ব্যাসার্ধ পরিধি ছাড়িয়ে সাফল্য ও সমৃদ্ধিরূপী যৌবন বসন্তের পরিবৃত্তকে করে তোলে আরও সার্বিক ও অভাবিতপূর্ব!
চিরন্তন পবিত্র শক্তি খেয়ায় চিৎস্বরিপিনী রাধা-ভগবান কৃষ্ণ;সাধিকা মীরাবাঈ-গিরিধিরি; পরমজ্ঞানী-ভক্ত চৈতন্যদেব-বিষ্ণুপ্রিয়া; অবতারবরিষ্ঠ রামকৃষ্ণ-জগজ্জননী মা সারদারা স্বেচ্ছায় যুগযন্ত্রণার নিরসনে ও পথের দিশায় নেমে এসেছেন;
জাগতিক অসারতা-অজ্ঞানতার খোলস সরিয়ে এই মাটির পৃথিবীতে চরম ভাবজগতিক সত্য ও সম্পূর্ণতাকে শক্তিশালী দানবীয় শক্তির বিরুদ্ধে বারেবারে সুপ্রতিষ্ঠিত করে নিঃস্বার্থ প্রেম-ভালোবাসা-ত্যাগ-তিতিক্ষায় নিবৃত্তির আকাশে এঁকে গেছেন বর্ণময় ব্যতিক্রমী বসন্তের চাঁদ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন