সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

। প্রতিদিন বিভাগ।। ।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। বসন্তের চাঁদ - ৩ ।। বসন্তের প্রলাপ — দীপক বেরা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




। । প্রতিদিন বিভাগ।। 

 ।।  ফেব্রুয়ারি সংখ্যা।। 

  ।। বসন্তের চাঁদ - ৩ ।





বসন্তের প্রলাপ

দীপক বেরা 

এখানেই জেগে ছিল কৃষ্ণচূড়ার লাল
গত জন্মের সম্পর্ক, স্বীকারোক্তি 
দুয়ারে বসন্ত আগত আদিগন্ত 
অলীক বিন্দুসাধন পেরোতে পেরোতে 
কতবার যে বাতাস খুলেছে বিনুনি
হাতের তালুতে আঁকা মেহেন্দি কারুকাজ
সৌরকিরণ যখনই ছুঁয়েছে অনুপম গ্রীবা 
খোঁপায় বৈরীলতার ফুল নিজ গন্ধে বুঁদ হয়ে 
ঝরে গেছে অবেলার স্বেচ্ছা-নির্বাসনে
হলুদেও পড়েছিল কিছু জল, কিছু ছায়া 
বেদনার দৃশ্যপটে অতিনীল কারিগরি কলা
মধুমাস শেষ হয়ে এলে উঠোনে জ্বলে চাঁদ
সম্পর্ক আর মানুষ — মধ্যবর্তী স্পেস 
দূরত্ব বেড়ে চলা এক প্রাচীন অসুখ... 
বাতাসের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই 
নিয়তির পথে থাকে আরও অজস্র সূক্ষ্ম বাঁক 
বসন্তের শর্ট-সার্কিটে আগুন অদূরেই জ্বলে 
আমি মিশে যাই বিকেলরঙা মনখারাপে
প্রশ্নার্ত প্রলাপে নামঞ্জুর গাথায় আমার অতলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন