রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

প্রতিদিন বিভাগ।। ।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। বসন্তের চাঁদ - ২ ।। বসন্ত ও চাঁদ — শ্রুতি সামন্ত।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



। । প্রতিদিন বিভাগ।। 

 ।।  ফেব্রুয়ারি সংখ্যা।। 

  ।। বসন্তের চাঁদ - ২ ।




বসন্ত ও চাঁদ 

শ্রুতি সামন্ত


আমার অনভ্যাসের আড়ালে থাকে
বাসন্তিক সমারোহ।
রোমান্টিকতার শেষ প্রান্তে আমার বুভুক্ষু দহণের
দীপ শিখায় পুড়ে কাব্য হয়ে যাই।
তোমার স্নিগ্ধতায় আমি পরাজিত,
আমার মননে এঁকেচলি,
হেরে যাওয়ার গল্প যা ছিলো
একান্ত আমারই,
চাঁদ তোমার সুধা সে কি শুধু আমার?
এ বসন্তে এ প্রেমে সবার,
তোমায় রাখবো ধরে এ সাধ্য নেই,
তোমার কাছে বেঁধেছি হৃদয় আর হৃদয়ের
সঙ্গে বেঁধেছি অনন্ত সাখ্য,

কুসুম নয় যদিও কন্টকাকীর্ণ,
তাই তোমায় দেখিনা বসন্তের চাঁদ
ধু ধু জ্যোৎস্নায় একদিন কি হবে
সঙ্গম তোমার আমার!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন