দরজা একটা রূপক মাত্র
জয়শ্রী সরকার
চোখ যেন এক মস্ত দরজা
খুলতে যতই থাকে
আপন মনে শিল্পী তখন
কতই ছবি আঁকে !
দরজাগুলো চিনতে শেখো
একটু একটু করে
বোধের দরজা খুলবে জেনো
ভুলগুলো সব সরে !
কানের দরজা থাক না খোলা
অমৃত ভাষ শুনবো
কটুক্তিতে ধ্যান দেবো না
অনন্ত ঢেউ গুনবো !
লোভের দরজা একদিকেতে
ত্যাগের দরজা আর
কোনটা নেবে ? নিজেই ভাবো,
সমাজটা ছারখার !
লোভের দরজা খুলে দেখো
কোথায় বা সেই হকার?
হাজার কোটির কালো টাকায়
ভর্তি যে তার লকার !
নিজের প্রচার নিজেই করো,
দরজা আছে খোলা
সামনে মই আর সঙ্গে তেল
যায় কি এসব ভোলা !
ত্যাগের দরজা মস্ত মহান
মানব-প্রেমে ভরা
হৃদয়-দরজা যতই খোলো
নেই সেখানে জরা !
কতরকম দরজা আছে
এই সমাজের বুকে
চেতন আলো জ্বালতে শেখো,
কাটবে জীবন সুখে !
সরল মনের দরজাগুলো
বড্ড সাধাসিধে
জটিল মনের অন্দরেতে
বিষাক্ত তীর বিঁধে !
অবজ্ঞারই দরজাটাকে
বন্ধ করেই রেখো
অনুভবেই মানুষটাকে
বুঝতে তুমি শেখো !
অভিমানের অশ্রুঝাঁপি
থাক না একটু খোলা
একাকীত্বের পরশপাথর
যায় কী তাকে ভোলা !
মায়ায় ঘেরা দরজাটাকে
হাট করে তো রেখো
মনের বাঁধন রইবে অটুট
পরখ করে দেখো !
দুঃখ-শোকের দরজাগুলো
বড়ই আঘাত হানে
বুকের মাঝে শ্রাবণধারা
সত্যি কী বাঁধ মানে !
ঘৃণার দরজা থাক না বন্ধ
অন্ধজনের কাছে
জ্ঞানের আলোয় মুক্ত করো,
সুখের হদিস আছে !
দুঃখ-সুখের জীবনটাতে
দরজা খোলা রেখো
দেখবে জীবন সেই মধুময়
এই ছবিটাই এঁকো !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন