বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

আজ নেতাজির ১২৮তম জন্মদিন... অঙ্কুরীশা-র পাতায় শ্রদ্ধা নিবেদন... আজকের কলমে - বিশ্বজিৎ রায়।।Ankurisha. ।। E.Magazine।। Bengali poem in literature ।।

 





ক্ষমা করে দেবেন.... 

বিশ্বজিৎ রায়


এলগিন রোডে ' নেতাজী ভবন'-এর ঝুলবারান্দায় দাঁড়িয়ে

আপনি কি দেখতে পান আপনার সাধের ভারতবর্ষ??একবিংশ শতাব্দীর ভারতবর্ষকে! 

 আপনার প্রিয় স্বদেশভূমি! তাঁর রূপ-রস-গন্ধ,

গ্রাম-শহর-মানবজমিন,  তার এগিয়ে যাওয়া,উন্নয়ন, বেঁচে থাকার লড়াই,

দৌড়,  মিছিল, পাওয়া-না পাওয়াগুলোকে?

আপনাকে শান্তি দেয় এসব, নাকি  বিচলিত করে?

 খুব জানতে ইচ্ছা করে..... 


উত্তমকুমার বাংলা ছবির মহানায়ক ছিলেন।  

বাস্তবে কিন্তু আপনিই আমাদের মহানায়ক। 

জীবন বাজি রেখে আপনি যা যা করেছেন,  তা একজন মহানায়কই শুধু পারেন ----

সৌমিত্রবাবু বাঙালির শ্রেষ্ঠ অভিনেতা।  কিন্তু, 

যেভাবে বারংবার নানান ছদ্মবেশে,

 নানান ভাষা আউড়ে 

 শত্রুদের ফাঁকি দিয়ে নানা দেশ ঘুরেছেন, 

 তা প্রমাণ করে, এ মাটিতে জন্ম নেওয়া

 আপনি একজন শ্রেষ্ঠ  অভিনেতা ----

আপনার বিগ্রহের সামনে দাঁড়িয়ে অনুভব করি,

ঈশ্বরচন্দ্র-রবীন্দ্রনাথ-বিবেকানন্দ-নজরুল - নানক- কবির-ভগত- লক্ষ্মীবাই-ক্ষুদিরাম

সবাই যেন লীন হয়ে আছেন আপনার ভেতর....


আপনি এদেশে থাকলে হয়তো " গ্রেট ক্যালকাটা কিলিং"  হতোনা, 

দেখতে হতোনা গদিলোলুপদের দেশভাগ,

ভিক্ষাপাত্র হাতে স্বাধীনতা অর্জন, ভয়ংকর রক্তক্ষয়ী দাঙ্গা,

বাষট্টির পরাজয়, মরিচঝাঁপি, জরুরী অবস্থা, বাঙালির অবক্ষয়---

খুনি,  গুন্ডা, লুটেরা, ঘুষখোর,  কালোয়ার, রেপিস্ট, মিথ্যাবাদীরা কি ক্ষমতার গদিতে বসতে পারত আপনি থাকলে ??? বিশ্বাস হয় না....


এলগিন রোডের ওই দোতলা মন্দিরটার সামনে দাঁড়িয়ে এইসব আবোলতাবোল ভাবি, আর

মনে মনে আপনাকে প্রণাম জানিয়ে বলি ---

যে স্বাধীনতার স্বপ্ন আপনি দেখেছিলেন 

যে সোনার দেশ আপনি গড়তে চেয়েছিলেন, 

তা আমরাই আপনাকে করতে দিইনি, 

আপনাকে ষড়যন্ত্র করে আমরা দেশ ছাড়তে বাধ্য করেছি,

মৃত্যুগল্প ফেঁদে আপনাকে গুমনামী করে রেখেছি ----


পারলে, আপনি আমাদের ক্ষমা করে দেবেন....


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন