।। প্রতিদিন বিভাগ।।
।। অক্টোবর সংখ্যা।।
।। উৎসব বিষয়য়ক- ৭।।
ক্ষমতালিপ্সু ঘুমন্ত অসূয়া
দীপক বেরা
ক্ষমতার মেকানিজ্মটা হাতে পেয়ে
দু'হাতে সশব্দে তালি দিতে দিতে
এগিয়ে চলেছ বিমূর্ত জলসার দিকে
এইভাবে নিজের ছায়াকে এগিয়ে দিয়ে
আসলে তুমি ক্রমাগত পিছিয়ে পড়ছ।
তুমি কি ঠিক মানুষের মতো, — নাকি
তোমাকে ঠিক তোমারই মতো দেখতে?
পড়ে যাই অহরহ এই ধন্ধের দোলাচলে।
অন্ধকারের বীজমন্ত্র অন্ধকারেই উচ্চারণ কর
তাই তোমার দীর্ঘলালিত এই আঁধার দীর্ঘস্থায়ী
এর থেকে উত্তরণ অত সহজে হওয়ার নয়
ক্ষমতালিপ্সু ঘুমন্ত অসূয়া আজ
চির-জাগ্রত তোমার শরীরে, রক্তে, মজ্জায়
তাকে হত্যা-প্রান্তরে এনে ফেলেছ
এখন শুধুই হত্যা আর মৃত্যুর গিলোটিন
কারুরই পরিত্রাণ নেই
মৃত্যুর মহাফেজখানায় ঘাড় গুঁজে বসে
তুমি নরমুণ্ড গুনে চলেছ অবিরাম...
জেগে ওঠা ঘুমন্ত রক্তের অসূয়ার বশ্যতা
আজ আর তোমার হাতে নেই
অতি হিমায়িত বরফের ক্যামোফ্লেজ নিয়ে
নিঃশব্দে এগিয়ে আসছে সে ধীর পায়ে
এ চরাচরের সবকিছু অভিযোজন ঢেকে দিতে
জেনে রেখো— বাদ পড়বে না তুমিও।
মহাকাল থেকে খসে পড়ে মুখোশ
এক অমোঘ শব্দ উচ্চারিত হয়—
বাস্তব, স্বপ্ন এবং মৃত্যু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন