।। প্রতিদিন বিভাগ।।
।। অক্টোবর সংখ্যা।।
।। উৎসব বিষয়য়ক- ৬।।
ছায়াতলে
অমৃতা খেটো
শূন্যতার চারপাশে শূন্যতা ছাড়া আর কিছুই নেই
একথা বুঝতে পেরে নিজেকে প্রস্তুত করি
আমার চারপাশে আত্মসমর্পণের হাতছানি--
একবুক আশঙ্কা নিয়ে আমি লাফ দিই-
এক নক্ষত্র থেকে আরেক নক্ষত্রে......
তাদের হিরেকুচি আলোর তীব্রতায়
আমার চোখের রেটিনা পুড়ে যায়
নক্ষত্ররা অপ্রস্তুত, তাদেরও মনখারাপ
এক নবীন নক্ষত্র দয়াপরবশ হয়ে
নক্ষত্রবীথিকার ছায়াতলে আমাকে রেখে আসে
গড়িয়ে গড়িয়ে ভোর নামে
ভোরের আলো মেখে পাখিদের মিষ্টি হাসি
শুনতে পাই, ফুলেদের সুঘ্রাণ বুক ভরে নিই
অনুতাপ আমাকে দগ্ধ করে
কত আলোকবর্ষ পার হয়ে গেল
আমি নক্ষত্রবীথিকায় আজও বসে আছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন