লেবেল

রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। অক্টোবর সংখ্যা।। ।। উৎসব বিষয়য়ক-৫। রুখা দেশের কথা — সাগর মাহাত।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


    ।।  প্রতিদিন বিভাগ।। 

    ।।  অক্টোবর সংখ্যা।। 

    ।।  উৎসব বিষয়য়ক-৫।




রুখা দেশের কথা

  সাগর মাহাত

বৃষ্টি নামতে তখনও কিছুটা সময় বাকি
পশ্চিমের মেঘটা দ্রুত এগিয়ে আসছে
পাখিরা দল বেঁধে দ্রুত ফিরছে বাসার দিকে
আমার ছাগল চরানো তখনও শেষ হয়নি ;
বৃষ্টির অপেক্ষায় দাঁড়িয়ে আছি
যদি রুখা দেশে সবুজ ঘাস গজিয়ে ওঠে
তবে আমার ছাগলের পেট ভরে 
আর আমরা কৃষকেরা চাষে লাগতে পারি ৷

এ রুখা দেশে কষ্ট আছে
পদে পদে অস্তিত্ব রক্ষার লড়াই চলে
লড়তে হয় প্রকৃতির সঙ্গে
সমাজ ও রাষ্ট্রের সঙ্গে ৷

তবুও আমার এই দেশ বড় সুন্দর
শত আঘাতেও পাথর ভেদ করে ওঠে মহীরুহ
আধ পেটা খেয়েও মানুষ মেতে থাকে
রিঝে রসে, ধামসা মাদলে, ছো ঝুমুরে ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন