বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

। প্রতিদিন বিভাগ।। ।। অক্টোবর সংখ্যা।। ।। উৎসব বিষয়য়ক- ১৯।। দিগন্তপুরে উমার যাত্রা — প্রদীপ কুমার চক্রবর্তী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



    ।।  প্রতিদিন বিভাগ।। 

    ।।  অক্টোবর সংখ্যা।। 

    ।।  উৎসব বিষয়য়ক- ১৯।।




দিগন্তপুরে  উমার যাত্রা

প্রদীপ কুমার চক্রবর্তী 


তিথি গোলমালে নবমী দশমী 

সব মিশে একাকার 

এইতো বাজলো বোধনের ঢাক

এখনই যাবার তাড়া 

এখনও শরৎ বৃষ্টি ঝরায় 

বর্ষাতে সমাহার 

বাঙালী আবেগ জমকালো বেগ

আছে ঠিক শিরদাঁড়া।


আনন্দ ও ক্ষোভ, টক মিষ্টিতে 

শারদীয়া ছিল মগ্ন 

ঝরা শিউলি কুড়িয়ে এনেও 

 হয় নিকো মালা গাঁথা 

দুলে দুলে কাশ পায় অবকাশ 

 ঝরে পড়া সেই লগ্ন

আকাশ আঁখিতে শাপলারা ফোটে 

 জমে সেথা কতো ব্যথা ।


নানা অবিচার অনাচার মাঝে

 মন ছিল কতো রুষ্ট 

আনন্দ স্রোতে ছিল না মাতন 

থেমে গেছে যতো সাড়া 

হাজারে হাজারে সব রাত জাগে 

 কেউ হয়নি তো তুষ্ট 

হায় রে সমাজ ! হায় মহাকাল!

  সোজা আছে শিরদাঁড়া।


উমা চলে যাবে হিমালয় কোলে

মনেতে গভীর ছায়া 

মর্তের উমা হয়েছে নিধন

 সে বিভৎস মহিষাসুর 

আগাছার মতো তারা হয়েছে  লালিত 

কতো অভিশাপ ভরা মায়া 

বিষাদগ্রস্ত শারদীয়া হাসে 

 ডাকে যে দিগন্তপুর ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন