।। প্রতিদিন বিভাগ।।
।। অক্টোবর সংখ্যা।।
।। উৎসব বিষয়য়ক- ১৮।।
দীপাবলি
সুব্রত চৌধুরীদীপাবলির আলোকছটায়
প্রাণের নতুন সুরে,
আতশবাজির আলোয় হাসে
রাতের আকাশ দূরে।
পটকাবাজির খেলায় খোকা
খুশির ভেলায় ভাসে,
দীপাবলির আলোর শিখায়
অসুর শক্তি নাশে।
চড়কা রকেট আঁধার রাতে
আকাশ পানে ছোটে,
দুম ফুটা ফুট শব্দে খুশির
শতদল যে ফোটে।
ঘুম ছুটা ছুট দাদু দিদার
কানে লাগে তালা,
দীপাবলির আলোয় সাজে
মায়ের বরনডালা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন