।। প্রতিদিন বিভাগ।।
।। অক্টোবর সংখ্যা।।
।। উৎসব বিষয়য়ক- ১২।।
রইল শুধু আগুন অবশেষে
ভবানীশংকর চক্রবর্তী
সমস্ত কোমল যেন মিশেছিল এসে
রাত্রির নিঝুম দেহবল্লরী
ফোমের গদি আর লেপটে থাকা নিশ্চিন্তির ঘুম
দিনের আলোয় সে আবিষ্কৃত লাশ
দেহময় পৈশাচিক উল্লাসের দগদগে ক্ষতচিহ্ন
ছিন্নভিন্ন অমৃতপাত্র ভরা রিরংসার তীব্র হলাহলে
তারপর
কোলাহল হুড়োহুড়ি কাটাছেঁড়া পুলিশ- টুলিশ
একেবারে শ্মশান অবধি
আপাতত সব শেষ
রইল শুধু আগুন অবশেষে
মাবাবার বুকের নিভৃতে
আর জনতার মিছিলে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন