রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

প্রতিদিন বিভাগ।। ।। অক্টোবর সংখ্যা।। ।। উৎসব বিষয়য়ক- ১০।। অকালবোধন — অমিত কাশ‍্যপ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



    ।।  প্রতিদিন বিভাগ।। 

    ।।  অক্টোবর সংখ্যা।। 

    ।।  উৎসব বিষয়য়ক- ১০।।



অকালবোধন

অমিত কাশ‍্যপ


কোনো কিছুই ঠিকঠাক হয় না 

এই যেমন অকালবোধন

সকাল দেখ কেমন স্বর্ণময় হয়ে উঠেছে 


জানালা খুলে রাস্তা ফাঁকা ফাঁকা লাগতে 

মনে হল, সব কী আজ ছুটি হল পুজোর 

দেদার ছাড়ে শপিংমলগুলো জিনিস ছাড়ছে ওই 


সাহিত্যে নোবেলজয়ী হান কাং তিনিও কী

গড়িয়াহাট ঘুরবেন পুজোর বাজারে

হুড়মুড়িয়ে তাঁকে দেখতে আসবেন না কেউ 


কোন রেভলন লিপস্টিক কোন মুখে 

কোন মুখোশে মানাবে যত্ন করে বলবেন

ম‍্যাচিং কুর্তির মালিক বা দর্জিয়ালা


মা এসেছেন, ছানাপোনা নিয়ে বাপের বাড়ি

শান্তি সেখানেও নেই, এখানেও নেই 

অস্থির সময়, এই না হলে অকালবোধন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন