সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

প্রতিদিন বিভাগ।। ।। অক্টোবর সংখ্যা।। ।। উৎসব বিষয়য়ক- ১১।। 'শারদোৎসব' ২০২৪ অজিত বাইরী।।Ankurisha।। E. Magazine।। Bengali poem in literature।।

 


    ।।  প্রতিদিন বিভাগ।। 

    ।।  অক্টোবর সংখ্যা।। 

    ।।  উৎসব বিষয়য়ক- ১১।।



'শারদোৎসব' ২০২৪

  অজিত বাইরী


এমন নিষ্প্রভ দুর্গাপূজা দেখিনি কখনও;

একশো আটটা প্রদীপ জ্বলেছে, কিন্তু তার দীপ্তি ছিল না।

কাশবন পেরিয়ে ঢাকের শব্দ পৌঁছেছে কানে;

কিন্তু তাতে কোন উন্মাদনা জাগেনি।

এ কেমন উৎসব?  যে উৎসবের মুখ বিবর্ণ,মলিন?

আবেগের উচ্ছ্বাসটুকুও অন্তর্হিত?


উৎসবের সঙ্গে মিশে আছে উৎকণ্ঠা,ভয়

আশঙ্কা, যন্ত্রণা।

অদূরে অনশন মঞ্চ, মৃত্যুর সঙ্গে লড়ছে

ক'টি ছেলে মেয়ে, ধেয়ে আসছে অন্ধকার 

চারদিক থেকে; নরক রাজ্যে এ কোন্ শারদোৎসব?


যন্ত্রণার উপশম হোক; মৃত্যুর মুখ থেকে 

ফিরে আসুক আলোর পথ-যাত্রীরা।

ঘরে ঘরে জ্বলুক প্রকৃত উৎসবের আলো;

কন্যাশোকে কোন মা-র যেন না-ঝরে অশ্রু ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন