রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। প্রতিবাদী কবিতা -১৬।। গর্জে ওঠো — অঙ্কনা মণ্ডল।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



    ।।  প্রতিদিন বিভাগ।। 

     ।।  প্রতিবাদী কবিতা -১৬।।




গর্জে ওঠো 

অঙ্কনা মণ্ডল 

রক্ততে বিষ ঢালল কে রে? ধরল কে বা আগুন  হাত?
আমারা রণচণ্ডী হয়ে , করছি তার'ই প্রতিবাদ!
মানুষ রূপী পিশাচ যারা, থাকেই তারা ছাড় পেতে,
বিচার তাদের হয়না কভু, অন্ধকার এই জগতে! 
ধন্য  সব রাজনীতি আজ, মনুষ্যত্ব  হায়রে কই?
মানুষ'ই আজ হয়েছে হিংস্র, স্পষ্ট গলায় সেকথা কই!
সভ্যতার আজ বুকে পাথর, বিচারেরও  মুখ বাঁধা!
গর্জে ওঠো নারী এবার, পেতেই হবে স্বাধীনতা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন