শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। প্রতিবাদী কবিতা -১৫।। হাজার কন্ঠে — প্রদীপ্ত সামন্ত।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


    ।।  প্রতিদিন বিভাগ।। 

     ।।  প্রতিবাদী কবিতা -১৫।।



হাজার কন্ঠে

প্রদীপ্ত সামন্ত


শতক হাজার অযুত লক্ষে
জনমানবের স্বর ,
জাস্টিস চাই নির্যাতিতার
ইন আর জি কর ।

অভয়াই হোক বা তিলোত্তমা
প্রতীক প্রতিবাদের ,
মেয়ে যে হবে বড় ডাক্তার
কতই না ছিল সাধের !

দিকে দিকে কন্ঠে যে বাস
সেই প্রতিরোধ সুর ,
শাসক শোষক আজ পরাজিত
অহং মদে চুর ।

দেখছে যে আজ বিশ্ববাসী
জনগণের গর্জন ,
জাস্টিস চায় আর কিছু নয়
সব কিছু তাই বর্জন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন