বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। প্রতিবাদী কবিতা -২০।। তিলোত্তমার বিচার চাই — দীনেশ সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



    ।।  প্রতিদিন বিভাগ।। 

     ।।  প্রতিবাদী কবিতা -২০।।





তিলোত্তমার বিচার চাই

দীনেশ সরকার

 

‘কল্লোলিনী তিলোত্তমা’ নাম থেকে তোর শহর

তিলোত্তমাই মুছে গেল! নেই সুরক্ষার বহর!   

হায়না-শৃগাল দিকে দিকে ওৎ পেতে সব আছে

সুরক্ষিত কেউ নহে আজ, চিল-শকুনও নাচে।

শাসনযন্ত্রে ঘুণ ধরেছে, নেতা-মন্ত্রী জেলে,

দাদা-দিদির আস্ফালন যে যত্র-তত্র মেলে। 

কোটি-কোটি তিলোত্তমা গর্জে উঠেছে আজ

‘তিলোত্তমার বিচার চাই আর শেষ হোক দূর্নীতিরাজ।‘

      

প্রতিবাদের ঢেউ উঠেছে শহর থেকে গ্রামে

দিবা-রাত্রি এক করে সব প্রতিবাদে নামে।

প্রতিবাদের আগুন যেন আছড়ে পড়ছে দেশে,

‘তিলোত্তমার বিচার চাই আজ’ এক সুরেতেই মেশে।

ঘরের কোণে এখনও যারা মুখ লুকিয়ে আছো

পথে এসে দাঁড়াও বন্ধু, বাঁচার মতো বাঁচো।

প্রতিবাদে সামিল হয়ে গলা মেলাও ভাই,

‘তিলোত্তমার বিচার চাই! তিলোত্তলার বিচার চাই!’

২টি মন্তব্য: