মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। প্রতিবাদী কবিতা -১৯।। বহুস্বরে রইলি বেঁচে — জয়শ্রী সরকার।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



    ।।  প্রতিদিন বিভাগ।। 

     ।।  প্রতিবাদী কবিতা -১৯।।





বহুস্বরে রইলি বেঁচে 

জয়শ্রী সরকার 

প্রতিবাদের মহান মঞ্চে রইলি রে তুই বেঁচে 
গণতন্ত্রের কন্ঠ চেপে উঠুক ওরা নেচে !

সেবাব্রতের স্বপ্ন দেখা তিলোত্তমাই বটে 
বিশ্বমানব আঁকছে ছবি আপন মানস পটে !

অপরাধ আর দুর্নীতিতে প্রতিবাদী মন তোর 
দুষ্কৃতীদের নড়লো টনক ভাঙলো ঘুমের ঘোর !

সরতে তোকে হবেই হবে বড়কর্তার নিদান 
বন্ধু বেশে রাত্রি শেষে নিলো রে তোর প্রাণ !

নৃশংসতার চরম সীমায় মরতে হলো তোকে 
দাহ তো নয়, পুড়লো দেহ কাঁদছে সবাই শোকে !

প্রমাণগুলো লোপাট হলো, আর কী ছিল বাকি ?
দুষ্কৃতীদের আড়াল দেখে লজ্জাতে মুখ ঢাকি !

সঠিক বিচার হোক বা না হোক, জাগছে মনে আশা 
একটু একটু করেই দেখছি ভাঙছে ঘুঘুর বাসা !

প্রসাদপ্রিয় চুপ থাকবে, জানাই ছিল সবার 
ঠিক সময়ে স্পিক টি নট-ই --- এটাই ছিল হবার !

কী দোষ ছিল? বল্ তো ওরে সত্যিটাকে জানা ?
প্রতিবাদের বজ্রকন্ঠে চাই চেতনায় হানা !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন