রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। প্রতিবাদী কবিতা -১০।। ম‍্যাজিক — অমিত কাশ‍্যপ।।Ankurisha।। E.Magazine .।।Bengali poem in literature।।



    ।।  প্রতিদিন বিভাগ।। 

     ।।  প্রতিবাদী কবিতা -১০।।





ম‍্যাজিক

অমিত কাশ‍্যপ


জাদুকর ম‍্যাজিক দেখাচ্ছেন 

ওয়াটার অফ ইন্ডিয়া 

লাল-নীল-হলুদ-সবুজ কাগজের টুকরো 

রঙিন ফিতে হয়ে 

উড়ছে মঞ্চে, বাক্সবন্দী রুমাল হয়ে উড়ছে পায়রা হয়ে 

গোল দড়ি দাঁড়িয়ে পড়ছে লাঠি হয়ে 

হাততালিতে মুখরিত দর্শক আসন


শেষ খেলা, একটি মেয়েকে কেটে চাদর চাপা

প্রথমে লাল চাদর, দ্বিতীয় নীল চাদর, তৃতীয় সবুজ চাদর 

কাটা মেয়েটিকে আর জোড়া যাচ্ছে না 

জাদুকর ঘামচ্ছেন, দর্শকের চেঁচামেচি 

হাততালির বদলে প্রতিবাদ, মেয়েটি কোথায় গেল 

চাদর রহস্য জানতে চাইছে জনগণ

1 টি মন্তব্য: