শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। প্রতিবাদী কবিতা -৯।। জমদগ্নিকে লেখা চিঠির সারাংশ — বিকাশ ভট্টাচার্য।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



    ।।  প্রতিদিন বিভাগ।। 

     ।।  প্রতিবাদী কবিতা -৯।।




জমদগ্নিকে লেখা চিঠির সারাংশ

বিকাশ ভট্টাচার্য 


এরপরেও বলবে তুমি সভ্য 
এরপরেও লিখব তুমি অগ্নি
জীবন বড়ো করুণ,সহজলভ্য 
মৃত্যুর কাছে কেবলমাত্র লগ্নি

এখনও গাইবে পুরনো গানগুলো
মেঘে মেঘ জুড়ে দেখাবে বুজরুকি
চোখের কোলে জমছে পথের ধুলো
সিঁড়িভাঙা পথে চলাচলে বড়ো ঝুঁকি

আমরা গেঁথেছি অযথাই জয়মাল্য
আমরা খেলেছি অন্ধের দ্যুতক্রীড়া
আমরা দেখেছি হৃদয়ের আনুকুল্য 
সবটুকু গেছে নির্লজ্জের ব্রীড়ায়

জীবন শুধুই মৃত্যুর কাছে লগ্নি
কার্তবীর্য মুখোমুখি জমদগ্নির 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন