।।প্রতিদিন বিভাগ।।
।। আগষ্ট সংখ্যা।।
।। বিষয় - স্বাধীনতা - ১৮।
স্বাধীনতা
সোমা চক্রবর্তী
"আজ কিন্তু আমার ছুটি চাই। ঐ এক ঘন্টা আমি দোকানের উল্টো দিকের ইস্কুল বাড়ির গেটের সামনে থাকবো"
গত দু'বছর ধরে এমনটা'ই চলে
কৃষ্ণ দাদা জানেন তার কর্মচারী, বছর দশেকের বাদল, স্বাধীনতা দিবস বড়ো ভালোবাসে
চায়ের কাপডিস মাজতে মাজতে, বাদল বলে, ওর খুব ইচ্ছে ঐ মূর্তিগুলোর গলায় মালা দিতে।
সে তো গাঁয়ের ইস্কুলে স্বাধীনতা দিবস পালন করতো
আয়লার ঝড়ে তাদের সব গেলো! এখন রাস্তার ধারে এই চায়ের দোকানে সে তার স্বাধীনতা বিক্রী করে পেটের জন্য!
রাজ্যের খবরের কাগজ পড়ে, তারপর ঠোঙা বানায়, সে আর তার মা-বোন
আজ স্বাধীনতার দিন, কতো সুন্দর সাজিয়েছে ইস্কুল বাড়ি'টা!
গেটের সামনে দাড়িয়ে ঐ ছেলেমেয়ে গুলোর সাথে জোরে জোরে বলে - 'জয় হিন্দ্ বন্দে মাতরম'!
একটা পতাকা চেয়ে নেয়
ফুটপাথের সংসারে, রাতের ঘুম নামে চোখে! বুকে তার ভারতের জাতীয় পতাকা। স্বপ্ন দেখে ঘোড়ায় চড়ে আসছেন নেতাজী! জোরে চিৎকার করে, 'জয় হিন্দ্'!
ভোরের আলো ফুটলে ছুটতে হবে দোকানে। নিজের স্বাধীনতা বেচতে! পেটের দায় যে বড়ো দায়...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন