।। প্রতিদিন বিভাগ।।
।। প্রতিবাদী কবিতা -৮।।
সময়বন্ধন
তাপস বৈদ্য
আগুন আলো দেয়, প্রদীপও আলো দেয়।
তবু কেউ কেউ জোনাকির আলো চেয়ে
হেঁটে যায় অনন্তের সীমারেখা মুছে মুছে।
মানবিক মুখগুলো ক্রমেই দূরতর অভিমুখে
হারিয়ে যেতে যেতে আর একবার ঘুরে
দাঁড়ানোর আলো ও তাপ পেতে চায়।
আর কত স্পষ্ট হলে জীবনের অসামান্য
কষ্টলিপি যাপনের উপাখ্যান হয়ে যাবে!
রাগ-ঘেন্না, ক্রোধ-আক্রোশ ক্রমেই অসুস্থ
করে তুললে শিউলি ও কাশ, শিশির ও পেঁজা
তুলোর আকাশ সবকিছু সারিয়ে তুলতে থাকে।
মনের মধ্যে এই বোধ ও প্রত্যয় জাগ্রত হয় যে,
প্রকৃতি ও সময় শ্রেষ্ঠ বিচারক ও চিকিৎসক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন