বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। প্রতিবাদী কবিতা -৭।। একটা মৃত্যু এবং... দীপক বেরা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



    ।।  প্রতিদিন বিভাগ।। 

     ।।  প্রতিবাদী কবিতা -৭।।



একটা মৃত্যু এবং... 

দীপক বেরা 


একটা মৃত্যু— কিছু ইশারা ছড়িয়ে গেল।
দীর্ঘ থেকে দীর্ঘতর নিদ্রামগ্নতার প্রান্তে 
আমাদের অস্তিত্বের মুখোমুখি দাঁড় করিয়ে দিল।
শেষ পর্যন্ত সামাজিক অভ্যাসগত শোক ত্যাগ করে 
আমরা সবাই ঘুরে দাঁড়ালাম রাজপথে 
পেছনে আমাদের বিস্তীর্ণ পোড়া বন্ধ্যা জমির  
ধূসর কাপড় উড়ে যাচ্ছে এলোপাথাড়ি হাওয়ায়
দুর্নিবার দুর্দমনীয় প্রতিবাদের ধ্বজা উড়িয়ে।
আরো দেখলাম, একটা আগুনের স্ফুলিঙ্গ
ডিগবাজি খেতে খেতে ঢুকে পড়ল গর্জে ওঠা
আমাদের সেই প্রতিবাদী মিছিলের ভিতর। 
স্বপ্ন নয়— আমরা বাস্তবিক প্রত্যক্ষ করলাম 
দীর্ঘ থেকে দীর্ঘতর একটা গ্রহণ কাটিয়ে 
আমরা সত্যিই শীতঘুম ভেঙে জেগে উঠেছি! 
দেখলাম, একটা মৃত্যু কীভাবে ন্যুব্জ মেরুদণ্ড
আর ভীরুতার শরীরে আলো জ্বেলে দিয়ে যায়। 

... এবং এইভাবেই, যা পাওয়া গেল—
তাকে কি পরজন্মের প্রস্তুতি বলে ধরে নেব
নাকি— এটা অস্তিত্ব টিকিয়ে রাখারই লড়াই? 
হাতের মুঠোয় অবশিষ্ট কাস্তেটার দেহ মুচড়ে উঠল
আরও একবার শাণিত হওয়ার লক্ষ্য নিয়ে! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন