।। প্রতিদিন বিভাগ।।
।। প্রতিবাদী কবিতা -১।।
মা-কে লেখা চিঠি
বিশ্বজিৎ রায়
মা, আমি কিন্তু মরিনি,
এই দ্যাখো কেমন বেঁচে উঠে ঘুরে বেড়াচ্ছি
বাংলার ঘরে ঘরে,রাস্তাঘাটে, ময়দানে, হাসপাতাল চত্বরে, টিভিতে, কাগজে, সোশ্যাল মিডিয়ায় ---
সামান্য সময়ের জন্য ওরা আমাকে সেদিন মেরে ফেলতে পেরেছিল,
সে’সময় আমার শরীর থেকে যত রক্ত বেরিয়েছিল
সেই রক্তকনিকা থেকে হাজার হাজার, লক্ষ লক্ষ আমি
জন্ম নিয়ে ছড়িয়ে পড়েছি কলকাতা থেকে কন্যাকুমারিকা,
কাকদ্বীপ থেকে কালিফোর্নিয়া ---
তুমি আর কেঁদোনা মা, আমি আর মরবনা,
এখন তো আর আমি একা নই, আমার অনেক ভাই-বোন-বাবা-মা-
কাকা-জ্যাঠা, দাদা-দিদি, দাদু-দিদা ছড়িয়ে রয়েছে
সারা পৃথিবী জুড়ে , তারা আমাকে আগলে রাখবে, আদর দেবে ---
মা, মরার সময় সারা শরীর জুড়ে, মন জুড়ে আমার ভয়ংকর যন্ত্রণা ছিল, অথচ
এই কদিনে সবাই এমন করে আমার পাশে, তোমাদের পাশে
এসে দাঁড়িয়েছে যে, সব যন্ত্রণা আমার কর্পূরের মতো উবে গেছে,
আমি এখন অনেকদিন বাঁচব মা ---আমি পরিষ্কার দেখতে পাচ্ছি,
যারা আমাকে নৃশংস ভাবে খুন করেছিল,
তাদের সবাইকে ক্রমশ ঘিরে ফেলছে
আমার থেকে জন্ম নেওয়া হাজার হাজার আমি,
তাদের চোখে আগুন, মনে আগুন,
আর, তাদের সামনে হাঁটুমুড়ে বসে প্রাণভিক্ষা করছে
পৃথিবীর সব কামাতুর ধর্ষক, হত্যাকারী, গোপন ষড়যন্ত্রকারীরা …
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন