।।প্রতিদিন বিভাগ।।
।। আগষ্ট সংখ্যা।।
।। বিষয় - স্বাধীনতা - ৭।
প্রথম ভালবাসা
বিশ্বজিৎ রায়
অনেক রক্ত দিয়ে পেয়েছি এই স্বাধীনতা
ভালবাসা দিয়ে মুছে দেব সব শত্রুতা ।
স্বাধীনতা আছে বলে সবাই বাঁচি মজায়
স্বাধীনতা আছে বলে দুমুঠো পাই দুবেলায়।
স্বাধীনতা আছে বলে পুজো, বড়দিন, ঈদ
স্বাধীনতা না থাকলে গরমেও লাগতো শীত ।
জন মন গন গাই যখন , জাগে শিহরণ
স্বাধীনতা মানে অঙ্গীকারবদ্ধ জীবন ।
যাদের জন্য স্বাধীনতা, তারা কেউ বেঁচে নেই
তাদের নামগুলো আছে লেখা আমাদের বুকেতেই ।
এই দেশ, স্বাধীনতা, আমার প্রথম ভালবাসা
জীবন দিয়ে রক্ষা করব একে, জয় ভারতমাতা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন