।।প্রতিদিন বিভাগ।।
।। আগষ্ট সংখ্যা।।
।। বিষয় - স্বাধীনতা - ৬।
সাবালক হয়ে উঠলেনা - প্রিয় দেশ
সুদীপ কুমার চক্রবর্তী
এখনও হামাগুড়ি দিয়ে যাচ্ছ অন্ধকারে -
সাতাত্তরের জন্মদাগ তোমার তামাম শরীরে
অথচ সাবালক হয়ে উঠলে না আজও প্রিয় দেশ
নিজ পায়ে ভর করে উঠে দাঁড়িয়ে।
নেতারা কুর্সিতে বসে
কখনও নিঃস্ব দরিদ্র দলিতদের পিষে মারে
কখনও হানাহানি রাহাজানি করে
জর্জরিত হতদারিদ্র্যের চিহ্ন অস্বীকার করে।
সাবালক হয়ে উঠলে না আজও -
টলতে টলতে এ কোথায় চলেছো প্রিয় দেশ -
সর্বনাশের কোন কৃষ্ণগহ্বরে !
নিজেদের আর্তিতে এখন আর শুভার্থী কেউ নয় আজ ।
দেশ নয় - জাতি নয় - মানুষ নয় - দল নয় কেউ কারো নয়।
সব লেনদেন শেষে আমাদের সম্পর্ক শুধু খাদ্য খাদকের।
শোষনে শাসনে অপুষ্ট দেশ প্রতিবন্ধী এখন-
সাতাত্তরের জন্মদাগ তোমার এ পঙ্গু শরীরে ।
সাবালক হয়ে উঠলে না আজও -
হামাগুড়ি দিতে দিতে এ তুমি কোথায় চলেছো প্রিয় দেশ !
নেতারা কেউ জনগণের নয় - এ লড়াই শুধু কুর্সির লড়াই।
তঞ্চকতা প্রতারণার ফাঁদে ভবিষ্যত প্রজন্ম আজ
দিশাহীন খাদের কিনারে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন