।।প্রতিদিন বিভাগ।।
।। আগষ্ট সংখ্যা।।
।। বিষয় - স্বাধীনতা - ১৩।।
স্বাধীনতা এক বারুদগন্ধী ফুল
দীপক বেরা
স্বাধীনতা মানে এক রক্তসাগর পাড়ি। স্বাধীনতা মানে অসীম শক্তিশালী এক রক্তবীজপ্রবাহ। স্বাধীনতা মানে ভূলুণ্ঠিত জাতির দু-পায়ে বাঁধা একটা লৌহশিকল ভাঙার গান। স্বাধীনতা মানে বিপ্লব ও গণসংগ্রামের ভিতর নিজের ঘরে তোলা সঞ্চিত ফসল। স্বাধীনতা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের গৌরবান্বিত মহিমা। দেশের ইতিহাস ও সাহিত্য-সংস্কৃতিতে এক দ্যুতিময় আলোকস্তম্ভ। স্বাধীনতা মানে মুক্তির রোদ ঝলমলে নীল আকাশে উড়ন্ত চিলের দুটি সোনালি ডানার স্লোগান। স্বাধীনতা — সমগ্র জাতির এক স্বতন্ত্র কন্ঠস্বর। স্বাধীনতা মানে উজ্জীবনের এক নতুন মন্ত্র। স্বাধীনতা — দিকে দিকে সোচ্চার প্রতিবাদী চেতনার জ্বলজ্বলে নান্দনিক বিভায় একাকার হয়ে ওঠা গণমানুষের হৃদয়ের সঞ্চিত আবেগ। স্বাধীনতা — প্রতিরোধ ও প্রতিশোধের গনগনে আগুনে দাউদাউ জ্বলে ওঠা সংগ্রাম ও দ্রোহের ভাষায় লেখা একটি রক্তিম কবিতার উজ্জ্বল পংক্তিমালা। স্বাধীনতা মানে ভারতজননীর গর্বিত বুকে শহীদের রক্ত ও স্বপ্ন দিয়ে আঁকা সমুচ্চে উত্তোলিত উদ্ভাসিত এক তেরঙ্গা পতাকা। স্বাধীনতার কবিতা তাই — আলোকিত এক নতুন ভোরে এক-জাতি, এক-প্রাণ-একতার মাটিতে অবিনাশী জাতির হৃদয় নিংড়ানো এক বারুদগন্ধী ফুলের আশ্চর্য অপার মহিমা..!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন