।।প্রতিদিন বিভাগ।।
।। আগষ্ট সংখ্যা।।
।। বিষয় - স্বাধীনতা - ২।।
স্বাধীন হবো কবে
তীর্থঙ্কর সুমিতস্বাধীন মানে স্বাধীনতা
আদৌ কি স্বাধীন
বীর শহীদের স্বপ্নগুলো
তাইতো পরাধীন।
চোখের কোণে জল ঝরে যায়
রক্তে ভেজা শহর
গ্রামগুলো আজ মাটির খোঁজে
শেকড় ছেঁড়ার বহর।
মায়ের আঁচল আজও ছেঁড়া
সুভাষ তোমার কোলে
ক্ষুদিরামের গলার ফাঁসে
স্বাধীনতা ঝোলে।
আজকে দেখো স্বাধীন দেশে
অধীন আমরা সবে
বলতে পারো ভারত মাতা
স্বাধীন হবো কবে?
যথার্থ।
উত্তরমুছুন