।।প্রতিদিন বিভাগ।।
।। আগষ্ট সংখ্যা।।
।। বিষয় - স্বাধীনতা - ১।।
স্বাধীনতা তুমি অন্ধকারে
রবীন বসু
স্বাধীনতা তুমি কোথায় আছো?
হাজার স্ক্যাম আর ভ্রষ্টাচারে!
চারদিকে শুধু চুরি, পেশির আস্ফালন
ভয় আর ত্রাস নিয়ে হাঁটে গ্রামদেশ।
নিরন্ন পেটে ভুখার মিছিল
এখানে রেশনে তোলা, আবাসে তোলা
তোলা তোলে সিন্ডিকেট
চুরি হয় চাকরি, অন্ধকারে শিক্ষা
শিশুস্বাস্থ্য পড়ে থাকে অবহেলায়।
শুধু, ধর্মের ঢাক বাজে যথেচ্চার—
বাক্ স্বাধীনতা চলে গেছে বহুদূর—
রাজনীতি অঙ্ক কষে ভোটের
আমজনতা বঞ্চিত হয় সবখানে!
হাজার শহীদের প্রাণের বিনিময়ে
স্বাধীনতা তুমি আজ ভয়ানক অন্ধকারে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন