মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।।জুলাই সংখ্যা।। ।।বিষয় -' রথ' বিষয়ক কবিতা -২।। রথ — হীরক বন্দ্যোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।






  ।। প্রতিদিন বিভাগ।। 

।জুলাই সংখ্যা।। 

।।বিষয় -' রথ' বিষয়ক কবিতা -২।।




রথ

হীরক বন্দ্যোপাধ্যায় 

জয় জগন্নাথ জয়  জগন্নাথ বলতে বলতে 
রথ এ গিয়ে চলল 
আমি দেখলাম একটা রথের মাঝে অসংখ্য রথ
একটা মানুষের মাঝে যেমন হাজারো মানুষ
দড়ি টানছে দড়ি টানছে জীবনের সুখ দুঃখের দড়ি
দড়িতো নয় যেন রথের রশি 
কাছ থেকে দেখলে জগন্নাথের রথযাত্রা এক বিষম 
ট্রে্জেডি কিন্তু দূরে দূরে  থিকথিকে মানুষের ভিড়
বুঝতে পারি এখন বেশ বুঝতে পারি 
জয় জগন্নাথ 
তুমি বিষ্ণু তুমি কৃষ্ণের একটি রূপ মাত্র
তোমার ঘোড়ার রঙ এখনো বরফের মতো সাদা
রশির নাম শঙ্খচূড় নাগিনী
তোমার পাশে ওরা কারা বলভদ্র সুভদ্রা  মনমোহন 
আমি জানি না
আজ শুক্লপক্ষের দ্বিতীয়া
তোমার যাত্রা হলো শুরু, দশদিন দশ রাত পর 
তুমি আবার ফিরবে 
আর মানুষ পৌঁছে যাবে উৎসবে 
জয় জগন্নাথ তুমি সুখ তুমি  ই  সমৃদ্ধি
জ্ঞান ও মোক্ষের আকর জগন্নাথ হে ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন