সোমবার, ১ জুলাই, ২০২৪

আজ থেকে শুরু হল... অঙ্কুরীশা -র পাতায়... ।। প্রতিদিন বিভাগ।। ।।জুলাই সংখ্যা।। ।।বিষয় -' রথ' বিষয়ক কবিতা -১।। আজকের কলমে— — রথযাত্রা - সুব্রত চৌধুরী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

  




  ।। প্রতিদিন বিভাগ।। 

।জুলাই সংখ্যা।। 

।।বিষয় -' রথ' বিষয়ক কবিতা -১।।




রথযাত্রা

সুব্রত চৌধুরী


ছুট ছুটা ছুট ছুটছে মানুষ

ঘুরছে চাকা রথ,

টান টানা টান রথের দড়ি

পুরবে মনোরথ।


ঝম ঝমা ঝম বৃষ্টি নামে

গম গমা গম ভিড়ে ,

হুড়োহুড়ি লুটোপুটি

হয় যে চ্যাপ্টা চিড়ে।


পিঁ পিঁ পিঁ পিঁ বাঁশির সুরে

রথের মেলা ওই,

ক্যাঁচ ক্যাঁচা ক্যাঁচ নাগরদোলা

চড়ে খোকা সই।


‘হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

কৃষ্ণ কৃষ্ণ হরে’,

রথের দড়ি টেনে টেনে

জগন্নাথকে স্মরে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন