শনিবার, ২৯ জুন, ২০২৪

।।প্রতিদিন বিভাগ।। ।। জুন সংখ্যা।। ।। বিষয় - মুক্ত (গুচ্ছ কবিতা) -২৮।। অশোক ব্যানার্জী -র কবিতা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





      ।।প্রতিদিন বিভাগ।। 


      ।।  জুন সংখ্যা।। 

 ।।  বিষয় - মুক্ত (গুচ্ছ কবিতা) -২৮।।




 অশোক ব্যানার্জী -র  কবিতা 


১.

ঐ আসে ঐ আসে


কাল মাঝ রাতে ঘুমের ঘোরে

শুনতে পেলাম, ফিস্  ফিস্ ক'রে

কে যেন বললো আমার কানে,

গলাটা মধুর মিষ্টি !

বলল, এবারে আসছি আমি

ভুল বুঝো না আমায় তুমি

দেরি হয়ে গেল একটু পথে,

আমি তোমাদের বৃষ্টি !


ঘুম ভেঙ্গে উঠে সকালে দেখি

কোথায় মেঘ কোথায় বা কি !

রোদের তেজ তেমনি আছে

আসেনি বৃষ্টি আমার কাছে

কথা রাখেনি তো সে,

তবু যেন হেসে আকাশটা কয়,

বলেছে যখন আসবে নিশ্চয়

ঐ আসে ঐ আসে ।





২.

কষ্ট


গোবর্দ্ধনের সেবার ছিল

হার্নিয়া অপারেশন।

ঘাবড়ে গেছিল গোবর্দ্ধন

পাচ্ছিল ভয় ভীষণ ।

রাম ডাক্তার বললে দেখে

" ভয় পেওনা তুমি,

টের পাবে না, অপারেশন 

করবো যখন আমি।

বন্ধু আমি তোমার দাদার

ছোট্ট বেলা থেকে,

সাহস আনো ফিরিয়ে বুকে

এবার আমায় দেখে।

আমার ওপর বিশ্বাস রাখো

ভয় পেও না আর,

দিচ্ছি কথা এবার আমি,

দেখবে চমৎকার !"

অপারেশন শেষ হলে 

বল্লেন রাম ডাক্তার ,

"সিঁড়ি দিয়ে ওঠা নামা

বন্ধ এখন তোমার ।

নিদেনপক্ষে আমার কথায়

একটু কষ্ট করে

সিঁড়ি ভাঙ্গা বন্ধ রাখো

একটি মাস ধরে ।

একটি মাস পরে এসে

U•S•G• রিপোর্ট দেখে

রাম ডাক্তার বলেন, "শোনো,

তুমি এখন থেকে 

সিঁড়ি ব্যবহার করতে পারো

বলছি আমি স্পষ্ট ।"

" বাঁচালেন দাদা", বল্লো গোবর,

" হচ্ছিল বেশ কষ্ট ।

পাইপ বেয়ে ওঠা নামার

ধকল সহ্য করে

বড়ই কষ্টে ছিলাম আমি

একটি মাস ধরে !




৩.

চশমা উধাও


চশমাটা না পেয়ে

 বড় জেঠু রেগে লাল

দেখে লাগে সন্দেহ

সব্বার হাল চাল ।

" কোথা গেল?এই ছিল

এক্ষুনি টেবিলে

মজা খানা টের পাবে

খোঁজ করে না পেলে ।‌

ইয়ার্কি নাকি এটা

ঠিক দিন দুপুরে

হঠাৎ কেমন করে

চশমাটা গেল উড়ে ?

ওয়ার্ডরোব, আলমারি,

টেবিলের দেরাজে

তন্ন তন্ন করেও

পাওয়া গেল না খুঁজে !

'হাইলি সাসপিসাস' ! "

বড় জেঠু রেগে কন,

" বাড়িময় গিজ গিজ

করছে তো লোকজন ,

তবু যে কেমন করে

চশমা হলো উধাও 

পুলিশে খবর দেবো

যদি না তা খুঁজে পাও।

তবু দেখি হাসে সব,

এ কেমন চিত্র?

সন্দেহ জাগে মনে,

ঘটনা বিচিত্র !

করছো কি তোমরা?"

গিন্নীকে ডেকে কন,

" লোকাল পুলিশে তুমি

এক্ষুনি কর ফোন।

পুলিশেরা এসে সব 

ঘিরে ফেলে চারদিক

চশমা করুক বার

তদন্ত করে ঠিক ।"

গিন্নী তখন হেসে

বলে এসে তার কাছে,

" এই দেখ চশমাটা

তোমারই তো চোখে আছে ! "



৪.

সাগর পাড়ে সূর্য্যোদয়


সাগর পাড়ে সূর্য্যোদয় !

আকাশে ঐ পেঁজা মেঘের সারি

এ যেন লোহিত সাগরের গম্ভীর সেই রূপ

যেই রূপ দেখে বিস্মিত আমি,তারই

মনোরম এই দৃশ্য খানির

সযতনে একে ছবি

কাব্যিক এক ছন্দ ধারায়

প্রকৃতিই আজ কবি ।

এ যেন এক মহা কাব্য

জল স্থল মহা আকাশে

প্রকৃতির আঁকা কাব্যিক ছবি

রঙে রসে ওঠে হেসে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন