।।প্রতিদিন বিভাগ।।
।। জুন সংখ্যা।।
।। বিষয় - মুক্ত (গুচ্ছ কবিতা) -৩ ।।
শান্তনু গুড়িয়া-র গুচ্ছ কবিতা
১.
ভালোবাসার ফুল
সাদা পৃষ্ঠা আমার প্রেমিকা
ভরা যৌবনা, দুধসাদা সাবানের ফেনার অহমিকা
শরতের কাশফুল, সাদা মেঘ কিংবা
বসন্তের শিমুল তুলোর শুভ্রতা পেরিয়ে
আমি উপগত হই সাদা পৃষ্ঠার বুকে
রাখি ডট পেন...
জানি সাদা পৃষ্ঠা ফোটাবে নির্ভুল
রাশি রাশি ভালবাসার ফুল।
২
আশ্চর্য
আশ্চর্য ছিদ্রপথে নামে স্নেহের প্রস্রবণ
ঘন দুধের সন্ধান জানে শিশু
স্তন্যপান কে শেখালো তাকে !
জগৎ দেখে খুশিতে ডগমগ মাকে।
৩.
প্রেম
প্রেম এক সংগীত
তাকে গাইতে হয় দ্বৈতকন্ঠে
রূপ দিতে হয় সান্নিধ্যের উষ্ণতায়
আশের শ্বাসে বেঁধে রাখা মুহূর্তের মহিমা
স্পর্শের ইন্দ্রিয় কাঙাল অতি
শনাক্ত করতে চায়, না ভেবে পরিণতি
তোয়াক্কা করে না ব্যক্তিগত লাভ-ক্ষতি
আজীবনের বন্ধন গড়ে সম্পর্কের সমীকরণ।
৪.
উৎসব
অনুভূতির আঙিনায় আজ লেগেছে মচ্ছব
শিউলি ফুলের বোঁটায় শরৎ চলে আসে
পিছু পিছু আসে পুজো
পুজো মানে মিলনের উৎসব
উৎসবের দিনে একা-বোকা থাকা কি মানায়
নেমন্তন্ন নিতে বেরোই গুটি গুটি পায়ে
উৎসবের আনন্দ কার সঙ্গে ভাগ করা যায় ?
৫.
কবিতার গাছ
কবিতায় যেজন মরে, বাঁচায় তাকে কোন ডাক্তারে ?
কবিতার সংশ্রবে নিরন্তর জ্বলে পুড়ে
চলেছে যে হৃদয় খুঁড়ে
কিছু কি প্রাপ্তি আছে তার জন্য
ছেড়ে যেতে হবে একদিন, তাই
আগেভাগে পুঁতে দিই কবিতার বীজ
জানি কোথাও না কোথাও থেকে যাব
ছোট্টটি হয়ে কবিতার গাছের ছায়ায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন