লেবেল

মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

।।প্রতিদিন বিভাগ।। ।। জুন সংখ্যা।। ।। বিষয় - মুক্ত (গুচ্ছ কবিতা) -১৯।। বিকাশরঞ্জন হালদার -র কবিতা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





      ।।প্রতিদিন বিভাগ।। 


      ।।  জুন সংখ্যা।। 

 ।।  বিষয় - মুক্ত (গুচ্ছ কবিতা) -১৯।।




বিকাশরঞ্জন হালদার -র  কবিতা 

১.
কাছে না পেলেও 
 এক মুহূর্ত  কাছে না পেলেও, এই গোলাপী-আকাশ ছুঁয়ে বলছি, তোমাকে ভালোবাসি!



২.
সাঁঝের ঝিঙে ফুল 
বুকের বাগানে চৌ-কাঠ পেরোনো দুপুর, জানলার আলো সময় বলে দেয়...তোমার ঠোঁটে ফুটে ওঠে সাঁঝের  ঝিঙে ফুল!



৩.
আমি শুধু বাঁচি 
বাকিটুকু কর্তব্যে অবিচল, আমি শুধু বাঁচি 'ঐ' বুকে!


৪.
তোমার  অবহেলা আমার
তোমার  অবহেলা আমার বসন্ত, আমার ঢেউ! 


৫.
বুকে পুষে রাখি
চলার পথের এ-ঢেউটা'কে, বুকে পুষে রাখি, এ-ঢেউ থেকে উদ্দামতা প্রাণে মেখে নিই... স্বপ্ন দেখে বাঁচি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন