শনিবার, ১৫ জুন, ২০২৪

।প্রতিদিন বিভাগ।। ।। জুন সংখ্যা।। ।। বিষয় - মুক্ত (গুচ্ছ কবিতা) -১৬।। জয়শ্রী সরকার -র কবিতা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 .




          ।।প্রতিদিন বিভাগ।। 

          ।।  জুন সংখ্যা।। 

 ।।  বিষয় - মুক্ত (গুচ্ছ কবিতা) -১৬।।


জয়শ্রী সরকার -র  কবিতা 


১.

 অ-উ-ম  


তুমি যাকে সেবা বলো, প্রজ্ঞা বলো,

বলো ভালোবাসা ----

আমি তাকে আধ্যাত্মিকতা বলি !


তুমি যাকে জীবন বলো, যুদ্ধক্ষেত্র বলো,

বলো চলিষ্ণুতা ----

আমি তাকে দার্শনিকতা বলি !


তুমি যাকে কবিতা বলো, আনন্দ বলো, 

বলো রূপমাধুরী ----

আমি তাকে সত্য-শিব-সুন্দর বলি !



২. 

কবিতা স্বপ্নময়


কবিতায় সত্তার স্বপ্নকে হত্যা কোরো না,

সামনে রেখো চরৈবেতি মন্ত্র ------

সূর্যের মতো বিশ্বাসী তেজ আর আলোর উৎস,

মমতাময়ী মাটির সবুজতা, আর মানব উত্থান।

তা যদি না হয় ----

বিশ্বের সমস্ত কবিতাই হয়ে উঠবে

ধ্বংসস্তূপের মতোই প্রাণহীন অক্ষর পিরামিড!



৩. 

কবিতার জন্মকথা


সময়ের যন্ত্রণাযুদ্ধে দগ্ধ হতে-হতে হতে-হতে

হতে-হতে ---- বিনাসৃষ্টির অসহায়তায়

অবসন্ন মনটা ডুকরে কাঁদে,

ক্ষয়িষ্ণু হৃদয়টা শান্তি খোঁজে মৃত্যুর আসঙ্গে,

যেখানে মুক্তির জন্য উন্মুখ হয়ে ওঠে

সৃষ্টিপাগল কবিতারা।

হৃদয়নিষিক্ত উচ্চারণে উপলব্ধিরা লেপটে থাকে

অক্ষর-পদ-পংক্তিমালার পরতে পরতে !



৪. 

শব্দনদী


শব্দনদীরা যদি কথা বলে কখনো

সাগরের সাথে যোগ রেখো তুমি তখনো,

শব্দের সীমা ভাঙে যদি এই নদী

অযুতধারায় বয়ে যাবে নিরবধি।

শব্দের ধারা পাড় ভাঙে যদি কখনো

বুক পেতে দিয়ে পাড় বেঁধে রেখো তখনো !



৫. 

পরম্পরা


আকাশেতে যদি না ভাসে কখনো মেঘ

বাতাসেতে যদি না আসে কখনো বেগ

মনগুলো যেন মরুভূমি হয়ে

শুষে নেবে সব আবেগ !


জীবনেতে যদি না আসে কখনো দুঃখ

বোধগুলো যদি না হয় কখনো সূক্ষ্ম

সৃষ্টিকথারা অসফল হবে

মরুভূমি সম রুক্ষ !


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন