সোমবার, ১০ জুন, ২০২৪

।।প্রতিদিন বিভাগ।। ।। জুন সংখ্যা।। ।। বিষয় - মুক্ত (গুচ্ছ কবিতা) -১১।। সেন্টু রঞ্জন চক্রবর্তী -র কবিতা ।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





          ।।প্রতিদিন বিভাগ।। 

          ।।  জুন সংখ্যা।। 

 ।।  বিষয় - মুক্ত (গুচ্ছ কবিতা) -১১।।




                                                                        

সেন্টু রঞ্জন চক্রবর্তী -র  কবিতা 


১.

 এই অবস্থা চলতে গেলে


চোর ও সাধু বন্ধু এখন

কুকুর শিয়াল ও তাই,

ইঁদুর বিড়াল ভাব জমিয়ে

আত্মীয় ভাই ভাই।


গোলার ধান কেটে সাবার

গৃহস্তের কপালে হাত,

পাহারাদার চোর না ধরে

ঘুমিয়ে কাটায় রাত।


হাজার দোষে দোষী যারা

আজকে তারাই সতী,

চরিত্রটা ফুলের মতো

মিছে নয় এক রতি।


এমন করেই যাচ্ছে কেটে

আমাদের দিনকাল,

কুমির আনতে নিজের হাতে

কাটছে সবাই খাল।


এই অবস্থা চলতে গেলে

সাবারই হবে ক্ষতি,

জাদুকরে জাদু দেখাবে

খেলা ভানুমতি।



২.

 এখনো 


এখনো 

অনেক রাত বাকি বন্ধু 

আঁধার কাটেনি রাতের,

সূর্যোদয় এখনো অনেক দেরি 

পাখিদের এখনো ভাঙেনি ঘুম 

কাকলি গায়নি প্রাতের।



৩.


সূচিত মুক্তির সন্মুখ সংগ্রাম


এখানে করোটিরা গড়েছে 

আরেকটি নতুন পৃথিবী

শুকুনের ঠোঁটে তারই মানচিত্র,

দুর্যোগ দুর্দৈবে বিপন্ন বসতি 

লাঞ্চিত মাতৃত্ব।


নৌকোর মাল্লা ঘাটে বসে কাঁদে 

কালো মেঘে ঢেকেছে আকাশ 

পারাপার গেছে থেমে,

স্তব্ধ নিবিড় 

অবাক বিস্ময় এসেছে নেমে।


এখানে করোটিরা গড়েছে বদ্ধভূমি 

তাঁদের হাতে এসেছে লাল চিঠি 

রক্তিম খাম,

গাছের ডালায় সবুজ পাতারা 

সমস্বরে ধরেছে সারগাম।


প্রকৃতির হাতে প্রতিশোধের তলোয়ার 

যা কিছু পায় দু'পায়ে মাড়ায় 

উদ্ধত অবিরাম,

মৃত্যুঞ্জয়ী করোটিরা উঠেছে দাঁড়িয়ে 

সূচিত মুক্তির সন্মুখ সংগ্রাম।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন