শুক্রবার, ৩ মে, ২০২৪

। প্রতিদিন বিভাগ।। ।। মে সংখ্যা।। ।। শিক্ষা ও রবীন্দ্রনাথ ঠাকুর - ৪।। সমর্পণ — সঞ্জয় মুখোপাধ্যায়।।E.Magazine।। Bengali poem in literature।।





।  প্রতিদিন বিভাগ।। 

   ।। মে সংখ্যা।। 

।। শিক্ষা ও রবীন্দ্রনাথ ঠাকুর - ৪।।



সমর্পণ

সঞ্জয় মুখোপাধ্যায়

চাতাল ফাটা রোদের এই দিনটায়
তোমার জন্মদিন না হলেও
আমাকে তোমার কাছে আসতেই হয় 
রোজ। বারবার।

পঁচিশের আ - দ্যাখলা প্রীতি উৎসব
জানি তুমিও চাও নি
ছায়া সুনিবিড় বৃক্ষতলে তোমার লেখা 
আজও ফেলে শেষ জন্মদিনের দীর্ঘশ্বাস

বিশ্ব জোড়া লোভ, হিংসায় 
 নিভে যায় আলো 
 দীর্ণ সমাজে তাকিয়ে দেখো
 তোমার 'ওরা '
 আজও কাজ করে।
 
পঁচিশের দিনভর অনুরাগ,ভক্তি
তবু জানতে চায় না কেউ কে তুমি
বারবার প্রশ্ন হয়ে আসে
এই জীবন, মুহূর্তের অনুভব ...
কেন আজও 
একবারও ফিরে কেউ দেখে না
কে আমি? 
 
ফিরে যাই
তোমাকে খুঁজি,
খুঁজি ছোট আমি' র বেড়া ভেঙে
আবিশ্ব চরাচর।

আজও তবু
তোমাকে চেনা হলো না।

1 টি মন্তব্য: