।। প্রতিদিন বিভাগ।।
।। মে সংখ্যা।।
।। শিক্ষা ও রবীন্দ্রনাথ ঠাকুর - ৩।।
মন উপবনের বারান্দা
তন্দ্রা ভট্টাচার্য্য
হত দরিদ্র সময় গুলো যখন সরছিলনা কিছুতেই।
তোমার গানের ভেতর নৌকা বেয়ে পেরিয়ে এলাম অনেকটা পথ।
নীরব হারমোনিয়াম কাঁপছে প্রবল জ্বরে, প্রেম এসেছিল নাকি ঘুমের ঘোরে!
দেবব্রত বিশ্বাসের গানে, যেন চোখ আঁকলেন গানের প্রাণে।
মন ঘরানায় বাঁধলে পথিক তুমি যে সুর।
প্রখর বৈশাখে ভিজিয়ে দিলে তামাম নিস্তব্ধ দুপুর।
তোমারও মন নেই আমারও নেই, জড়িয়ে আছে গেরস্থালির গেরো। তোমার মনে রেখ আমার নিবিড় কৌতূহল, আমি,তুমি যেন উপন্যাস রঙমহল।
চাষ আবাদের জমি শুকিয়ে হলো মরুভূমি।
হঠাৎ এল কালবৈশাখী, চল আম কুড়াবি সখী?
রবি কবির জন্মদিনে নাচব আমি সমুদ্রের ঢেউ তুলে। গাইবে তুমি মন উপবনের বারান্দায়।
বটছায়ায় পাখিদের সাম্রাজ্যে কথার ভিত গেঁথে নিও, যা কিছু তোমার না বলা আছে প্রিয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন